"মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতা-২০১৮"
শুরু হলো শিক্ষকদের প্রেষণামূলক আয়োজন মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতা ২০১৮। আগ্রহী শিক্ষকগণ সংযুক্ত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, আবেদন ফর্মটি ইংরেজিতে পূরণ করতে হবে।
আবেদনের শর্তাবলী:
১) আবেদনকারীকে অবশ্যই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (একাদশ-দ্বাদশ) পর্যায়ের স্বীকৃত প্রতিষ্ঠানের শিক্ষক হতে হবে।
২) স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা, কারিগরি, ভোকেশনাল কিংবা বেসরকারি যে কোন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এই প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন।
৩) পূর্বে অনুষ্ঠিত (২০১১, ২০১৩, ২০১৫, ২০১৭ সালে) প্রতিযোগিতায় যারা সেরা ৩৫ এর তালিকায় (চূড়ান্ত পর্বে) স্থান পেয়েছেন তারা পুনরায় আবেদন করতে পারবেন না।
৪) প্রাথমিক বাছাইয়ের পর পর্যায়ক্রমে জেলা, বিভাগীয় এবং জাতীয়/চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৫) প্রতিযোগিতার সকল ক্ষেত্রে ডিজিটাল কনটেন্ট তৈরি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদানে এর ব্যবহার, মাল্টিমিডিয়া ক্লাসরুম সচল রাখা, মুক্তপাঠের ব্যবহার এবং এমএমসি অ্যাপ ব্যবহার এবং নিজ প্রতিষ্ঠানে তার কর্মতৎপরতা বা সক্রিয়তার বিষয়গুলো বিবেচিত হবে।
৬) প্রতিযোগিতার প্রাথমিক বাছাই মে ২০১৮ এর প্রথম সপ্তাহে শুরু হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস